![]() |
Fake University (Photo Credits: IANS) |
ভুয়ো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অ্যামেরিকা পাড়ি জমানো ৯০ জন ছাত্র-ছাত্রীকে গ্রেফতার করল অ্যামেরিকার অভিবাসন বিভাগ। এদের মধ্যে অধিংকাংশই ভারতীয় বলে জানা গেছে। এর আগে ১৬০ জনকে গ্রেফতার করা হয়।
বেআইনি ভাবে আমেরিকায় আসতে আগ্রহীদের ধরতে এই ভুয়ো ইউনিভার্সিটি গঠন করে সে দেশের সরকারই। তারপর ছাত্র-ছাত্রীদের সামনে টোপ ঝোলায়। সব জেনেশুনে ভুয়ো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমেরিকার মাটিতে পা দেওয়ার পরই এদের গ্রেফতার করে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এর আগে মার্চেও ভুয়ো ইউনিভার্সিটি থেকে ১৬১ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছিল।
অ্যামেরিকার সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস বুধবার জানিয়েছে, ফার্মিংটন বিশ্ববিদ্যালয় নামক ওই ভুয়ো প্রতিষ্ঠানটি তৈরি করেছিল ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভাগ। আসল লক্ষ্য ছিল মিথ্যা প্রতিশ্রতি দিয়ে যারা বিদেশ থেকে পড়ুয়াদের ভর্তি করে দেওয়ার কথা বলে যারা টাকা নেয় তাদের ধরা।
স্টিং অপারেশন শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। সেসময় ১০০ জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। অ্যামেরিকার তেলুগু অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোট ৬০০ জনের নামে ওয়ারেন্ট বের করা হয়েছিল। এছাড়া মোট ৮ জন দালালের নামেও আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল
Social Plugin