দিল্লিতে প্রতিদিনই বাড়ছে দূষণের মাত্রা। তীব্র দূষণে ছেয়ে গেছে দিল্লির আশপাশের এলাকা। সঙ্গে আছে দৃশ্যমানতার সমস্যা। মাঝে মধ্যেই কালো মেঘ জাঁকিয়ে বসছে দিল্লির আকাশে।

এমন অবস্থায় বায়ু দূষণের হাত থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম 'তাজমহল' কে বাঁচাতে বাতাস পরিশুদ্ধ করার যন্ত্র বসানো হয়েছে। একটি ভ্রাম্যমাণ এয়ার পিউরিফার ভ্যান বসানো হয়েছে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (ইউপিপিসিবি) এর পক্ষ থেকে। প্রায় ৩০০ ব্যসার্ধ এলাকা জুড়ে ১৫ লাখ ঘন মিটার বাতাস পরিশুদ্ধ করার ক্ষমতা আছে এই যন্ত্রের, এতে সময় লাগবে আনুমানিক আট ঘণ্টা।

ইউপিপিসিবি'এর আঞ্চলিক কর্মকর্তা ভুবন যাদব বলেন, 'ক্রমবর্ধমান দূষণ ও তার ফলে বাতাসের গুণমান কম হয়ে যাওয়ার কারণে একটি ভ্রাম্যমাণ এয়ার পিউরিফায়ার বসানো হয়েছে। তাজমহলের পশ্চিম গেটে এই মোবাইল ভ্যানটি বসানো হয়েছে।'