সরাসরি ফোন করে নয় এবার ভারতীয় ডাকের মাধ্যমে গ্রামেগঞ্জে পৌঁছে যাচ্ছে চিঠি। আর সেই চিঠি খুললেই একটি আন্তর্জাতিক কোম্পানির পক্ষ থেকে পাঠানো স্ক্রাচ কার্ড আর সাথে একটি চিঠি। চিঠিটি ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই লেখা । সেখানে উল্লেখ করা হচ্ছে --
'DATAWIND company is happy to announce that on successful completion of 8 years of DATAWIND company we are celebrating 8 years anniversary of the company. In the line of company mobile business DATAWIND has ranked as Number 1 online shopping company and the company heartily congratulates its customers for their present achievement. Company is promising a prize for every customer and company will send a coupon through post office to all the customer which the customer have to scratch and tell the price of the coupon and to receive the price either contact company's helpline number given below are contact company's management director Kindly note that this organising of the lucky draw is a true endeavour and for any details or information on the same contact on the helpline no given below and not through company sale helpline number as the sales number is only for buying productor to return or exchange the same.
এবার শুরু আসলে খেলা। কি করে এই পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের অর্থ সরাসরি বিজয়ীর একাউন্টে ট্রান্সফার হবে। এক্ষেত্রে সমস্ত সরকারি ট্যাক্স বিজয়ীকেই দিতে হবে। আর সমস্ত চার্জ বিজয়ীর কাছ থেকে আগাম সংগ্রহ করা হবে।
এতেই খুশি বিজয়ী। কোন প্রতিযোগিতা নেই, নেই কোন টিকিট কেনার খরচ। ঘরে বসেই যদি এই অর্থ পাওয়া যায় তাহলে কে না খুশি হবে।
এবার বিজয়ী চিঠিতে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করছে-কি করতে হবে জানবার জন্য- 82948 24692 / 89698 67606
সরকারি ডাক পরিষেবা ব্যবহার হওয়ায় অনেকের মনেই বিশ্বাসযোগ্যতা থেকে যাচ্ছে প্রাথমিক অবস্থাতেই।
এমনই একজন 'বিজয়ী'র সাথে কথা বলেছি আমরা- জেনে নিন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊