আরিফ হোসেন, কোচবিহার, ৪ঠা নভেম্বর: কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার সহ সভাপতি দীপংকর দেবের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পথে নামলেন কোচবিহারের নাগরিকরা। সোমবার সন্ধ্যায় কোচবিহারে একটি মৌন মিছিল করে এএলদাস মোড়ে মোমবাতি জ্বালানো হয় দীপংকর দেবের আত্মার শান্তি কামনা জন‍্য। সাধারণ মানুষ যেমন উপস্থিত ছিল তেমনই বিজেপি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাতে মারা যান দীপংকরবাবু। জানা যায়, দুর্গাপুজোর অষ্টমীর দিন একটি পথদুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। কিন্তু বিজেপির দাবি, তাকে হত‍্যা করা হয়েছে। এটা ছিল একটা চক্রান্ত। খাগরাবাড়িতে জমি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দীপংকরবাবু। সেই কারনেই তাকে হত‍্যা করা হয়েছে বলে আশঙ্কা বিজেপির। সেই ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে ও প্রতিবাদ জানিয়ে এদিন এই মৌন মিছিল হয়।
কোচবিহারে বিজেপির পক্ষ থেকে আগামীকাল ১২ ঘন্টা খাগড়াবাড়ি বন্ধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষথেকে জানানো হয়েছে-
"ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সহ-সভাপতি দীপঙ্কর দেবের পরিকল্পিত খুনের প্রতিবাদে আগামীকাল খাগড়াবাড়ী অঞ্চল এলাকা ১২ ঘন্টা বনধ!"