৩১ আগস্ট প্রকাশিত আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হয়েছিল এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল।

আজ দিনহাটার পেটলা বাজারে SUCI এর পক্ষ থেকে NRCর প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন-প্রদীপ রায়-সম্পাদক দিনহাটা লোকাল কমিটি, পুলিন রায়-সম্পাদক, গোসানিমারি লোকাল কমিটি, হরেকান্ত বর্মণ, উকিল রায়  প্রমুখ।