প্রেসিডেন্সিতে ক্লাস রিপ্রেসেন্টেটিভ (সিআর) নির্বাচনে একক বৃহত্তম ছাত্র সংগঠন হতে চলেছে এসএফআই। তবে তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে বিতর্ক দানা বেধেছে প্রেসিডেন্সির নির্বাচনে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার সেখানে খাতাই খুলতে পারেনি টিএমসিপি।  উল্লেখ্য, ২০১০ সালে এই বিশ্ববিদ্যালয়ে তিনটি আসনে জিতেছিল টিএমসিপি।


প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্র - ছাত্রীরা  SFI প্রার্থীদের  বিপুল ভোটে জয়যুক্ত করায় রক্তিম  অভিনন্দন ও  লাল সেলাম জানিয়ে  বিকাল ৪ টা দিনহাটা কলেজ থেকে চৌপথী পর্যন্ত মিছিল করে দিনহাটা SFI লোকাল কমিটি।