ছবিঃ প্রতীকী 
New Collegiate ডিকশনারীর মতে “রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। এমনি রোবট এবার সীমান্তে চলাবে নজরদারি৷  দ্রুতগতিতে গাছে উঠে গিয়ে চালাবে নজরদারি৷ গ্রেনেড হামলার মুখে বুক চিতিয়ে দাঁড়াবে লড়বে৷ তুলে আনবে ছবি৷ করবে লড়াই৷ লড়াকু রোবট বাহিনী যুক্ত হচ্ছে ভারতীয় সেনায়৷ সেনাবাহিনী তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখার ওপারে আধুনিক অস্ত্র দিয়ে প্রতিদিন ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক মদদপুষ্ট জঙ্গিরা৷ এই অবস্থায় সুরক্ষার প্রাচীর গড়ে তুলতে এই অত্যাধুনিক প্রযুক্তিতে রোবট সেনা গড়ে তোলা হবে৷

সেনার সূত্রে পাওয়া খবর, প্রাথমিকভাবে সাড়ে পাঁচশোটি রোবট ভারতীয় সেনার হাতে এসে পৌঁছে গিয়েছে৷ প্রতিটি রোবটের কর্মদক্ষতা অন্তত ২৫ বছর৷ ভারতীয় সেনার এক ঊর্ধ্বতন জানিয়েছেন, রোবটগুলি যেমন দ্রুত গতিতে সিঁড়ি ভাঙতে পারবে৷ গাছে চড়তে পারে৷ সেনাবাহিনীকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক তেমনিই প্রশিক্ষিত করে তুলতে সিস্টেমে কোড তৈরি করা হবে৷

জানা গিয়েছে, প্রাথমিক অবস্থায় রোবট সেনাদের ব্যবহার করা হবে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে৷ ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক জানিয়েছেন, রোবট সীমান্ত বাহিনীতে থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও ট্রান্সমিটার ক্যামেরা৷ দিনে ও রাতে যেকোনও বিপদসংকুল এলাকার ছবি ও তথ্য জোগাড় করে আনতে পারবে রোবট সেনা৷ পথে কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কি না, তার সন্ধান দেবে ভারতীয় সেনা বাহিনী৷
এই রোবোটিকস নজরদারি ব্যবস্থাপনার মধ্যে একটি লঞ্চ ইউনিট, নজরদারি ক্যামেরা থাকবে যা দিন এবং রাত উভয় ক্ষেত্রেই  ট্রান্সমিশন সিস্টেমে ইনপুট সরবরাহ করতে পারে, যার পরিসীমা 150 মিটার থেকে 200 মিটারের মধ্যে থাকবে।
এক কর্মকর্তা জানিয়েছেন-"মজার বিষয় হল, এটি অপারেশন চলাকালীন সন্ত্রাসী কর্মকাণ্ডের গতিশীল রিয়েলটাইম পর্যবেক্ষণে সহায়তা করবে," 


source: livemint