শিশুরা দেশের ভবিষ্যৎ। কিন্তু এখনও হাজার হাজার শিশু যারা সকাল হলেই দুটা ভাতের জন্য এদিক ওদিক কাগজ, প্লাস্টিক কুড়িয়ে বেড়ায়।একবেলা খেতে পেলে,পরে কি খাবে ? বা কোথায় পাবে সেটাই ভয়ের কারন হয়ে দাঁড়ায়। এখনও বহু শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে আছে কখনো খাবারের জন্য তো কখনো অর্থের অভাবে। সৈই শিশুদের নিয়ে এবার শিশু দিবস পালন করলো শিলিগুড়ির একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি । 

এদিন এমনি দুস্থ শিশুদের মধ্যে খাতা-কলম, নতুন-পুরাতন জামা কাপড়,  খাবারের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে ।



like our facebook page for more update