সংবাদ একলব্যঃ প্রাযুক্তা ফাউন্ডেশন। দিনহাটার বুকে সৃষ্টি হওয়া এই ফাউন্ডেশনের পেছনে রয়েছে এক গভীর যন্ত্রণার ইতিহাস। সুদর্শন রায় এবং মৌমিতা রায় এর একমাত্র সন্তান প্রাযুক্তা। বয়স দুই বছর তিন মাস।   সে স্বপ্ন দেখে বাবার মতন সমাজসেবী হবে।

দুই বছর তিন মাসের প্রাযুক্তা ক্যানসারে আক্রান্ত। ডাক্তারের কথায় তাঁর কাছে সময় আর বেশী নেই। এমতাবস্থায় প্রাযুক্তার সমাজকর্মী হওয়ার ইচ্ছাকে বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছেন তাঁর অসহায় বাবা-মা। মারণব্যাধীতে আক্রান্ত। ছোট্ট প্রাযুক্তা জানেনা সে কথা। সে স্বপ্ন দেখে- Social Activist হওয়ার।

মেয়ের স্বপ্ন পূরণের জন্যই প্রাযুক্তা ফাউন্ডেশন। ছোট শিশুদের খেলনা এবং চকলেট তুলে দেওয়াই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য, যাতে শিশুরা আনন্দে থাকে। শিশুদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজন শিশুবান্ধব পরিবেশ। আর এই শিশুবান্ধব পরিবেশ তৈরিতে এগিয়ে এসেছে প্রাযুক্তা ফাউন্ডেশন।

আজ দিনহাটার গোপালনগর কলোনি ৯ নং ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে প্রাযুক্তা ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল দিনহাটা মহকুমা হাসপাতাল। উপস্থিত ছিলেন দিনহাটা হাসপাতালের সুপার ডঃ রঞ্জিত মন্ডল , সহকারি সুপার পৃথা পাল, শিশুরোগ বিশেষজ্ঞ বিক্রম মন্ডল, দুর্বার মহিলা সমন্বয় কমিটির সভাপতি দেবী অধিকারী, সম্পাদিকা ছায়া কর, দুর্বার মহিলা সমন্বয় কমিটির শাখা পর্যবেক্ষক রাজু সরকার,The World Save Social organisation এর সম্পাদক শঙ্কর প্রসাদ, ডঃ উজ্জ্বল আচার্য প্রমূখ।

সংগঠনের কর্ণধার সুদর্শন রায় জানান-'আজ মোট ৪১ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগামীতে  নিয়মিত ভাবে এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনের পরিকল্পনা রয়েছে।'

বিস্তারিত দেখুন ভিডিওতে-

আরও পড়ুন-

প্রাযুক্তা ফাউন্ডেশন সৃষ্টির পেছনে এক যন্ত্রণার ইতিহাস

১৫ আগস্ট দিনহাটা মহকুমা হাসপাতালে প্রাযুক্তা ফাউন্ডেশন 





like our facebook page for more update