অযোধ্যা রায় মানুষের মধ্য “বিচারবিভাগের ওপর আবারও আস্থা আনবে”, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাশাপাশি শান্তি ও ঐক্যতা বজায় রাখারও আহ্বান জানালেন তিনি। ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “অযোধ্যা মামলায় রায় দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট। এই রায় কোনও পক্ষের জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। সে রাম ভক্তি হোক, বা রহিম ভক্তি, আমাদের একান্ত প্রয়োজন রাষ্ট্রীয় ভক্তির ওপর জোর দেওয়া। শান্তি ও সম্প্রীতি রক্ষিত হোক”। এদিনের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য সরকারি ট্রাস্টের হাতে তুলে দিতে হবে এবং উত্তরপ্রদেশের অযোধ্যার একটি “ভাল জায়গায়” মসজিদ নির্মাণের জমি দেওয়া হবে।
The Honourable Supreme Court has given its verdict on the Ayodhya issue. This verdict shouldn’t be seen as a win or loss for anybody.— Narendra Modi (@narendramodi) November 9, 2019
Be it Ram Bhakti or Rahim Bhakti, it is imperative that we strengthen the spirit of Rashtra Bhakti.
May peace and harmony prevail!
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊