প্রতীকী ছবিঃ source internet


লােকসভা নির্বাচনে বিজেপি কিছুটা ভালাে ফলাফল করায়  অনেক দল থেকেই অনেক নেতাকর্মী যােগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। আর অন্য দল থেকে আসা নেতাকর্মীরা বিজেপিতে প্রবেশ করেই কি পদ পাবেন, তার দিকে তাকিয়ে ছিল সাধারণ কর্মিরা। 

অবশেষে অপেক্ষার অবসান হল আজ। কোচবিহার জেলা জুড়ে নতুন মন্ডল কমিটি গঠনের জন্য নতুন সভাপতির নাম ঘােষণা করা হয় আজ। তবে ZP 25 এর মন্ডল সভাপতির নাম আজ ঘোষণা না করায় প্রশ্ন উঠছে সাধারণের মনে। তবে সংগঠন সূত্রে খবর আগামী সপ্তাহেই এই মন্ডলের সভাপতির নাম ঘোষণা হবে। 

একনজরে দেখে নিন নতুন কমিটি-