সংবাদ একলব্য: কো চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কারের সাথে একটি করে চারাগাছ দেওয়া হলো।
আজ যথোচিত মর্যাদায় কোতুলপুর চক্রের ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো কোতুলপুর উচ্চ বিদ‍্যালয়ের মাঠে।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মজঃফর মিদ‍্যা। প্রধান অতিথি মাননীয় বি,ডি,ও পরিমল গায়েন ও সম্মানীয় অতিথি মাননীয় প্রবীর গরাই সহ অন্যান্য বিশিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন।মুখ‍্য উপদেষ্টা হিসেবে ছিলেন মাননীয় এ,আই অফ স্কুলস্ দেবদুলাল গোস্বামী মহাশয়।
অনুষ্ঠানের শুরুতেই চক্র ক্রীড়া কমিটির আহ্বায়ক মাননীয়া অবর বিদ‍্যালয় পরিদর্শক সুতপা সামুই মহাশয়া চক্রের পতাকা উত্তোলন করেন, জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় বি ডি ও।সাথেই চারটি অঞ্চলের আহ্বায়ক গন যথাক্রমে মাননীয় অসিত বরণ পাল, জীতেন কৈবর্ত‍্য, সোমেশ্বর দালাল ও সনৎ পান মহাশয় নিজ নিজ অঞ্চলের পতাকা উত্তোলন করেন। চলে তোপধ্বনি, নানা অনুষ্ঠান ও বর্নাঢ্য কুচকাওয়াজ।
এরপর উচ্চবিদ‍্যালয়ের ক্রীড়া শিক্ষক দের পরিচালনায় আঞ্চলিক স্তরের বিজয়ী প্রায় দ্বিশতাধিক প্রতিযোগীকে নিয়ে মোট ২৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার ও একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। শিক্ষক-শিক্ষিকা গন ও নানা বিশিষ্ঠ গুণী জনের উপস্হিতিতে শিশুদের কলকাকলিতে আজকের দিনটি প্রানবন্ত হয়ে ওঠে।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update