নদীয়াঃ
আমিই মা, আমিই মেয়ে এই থিমে এবার নজরকাড়া রাস উৎসবে মাতলো দৈয়েরবাজার ঢকাপাড়া বারোয়ারী মহিলাবৃন্দ। সংসারের কাজ সামলে বিভিন্ন মাটির মডেলের সাহায্যে তাদের দৈনন্দিন, সামাজিক ও পরিবেশ বিষয়ক ভাবনা তুলে ধরেছেন গ্রামের আগামী প্রজন্মের কাছে।
এ বছরই প্রথম ২৫ থেকে ৬৫ সকল বয়সের মোট ১৩ জন সদস্যমিলে এরকম সমাজজীবন ও পরিবেশ সচেতনার বার্তা দিলো গ্রামের সচেতন মানুষের কাছে।বৃদ্ধাশ্রম থেকে গাছ লাগাও প্রাণ বাঁচাও আবার জল অপচয় থেকে জলঙ্গী নদী বাঁচানোর উদ্যোগ তাদের রাস উৎসবের ভাবনায়।
বৃদ্ধা থেকে ঘরের গৃহবধু কিশোরী থেকে মেয়ে হয়ে ওঠার গল্প সাজিয়েছেন তাদের পুজোয়।গ্রামের মানুষ অবাক সংসারের কাজ সামলে তারা এত সুন্দর একটি থিম আমাদের উপহার দেবে আমরা সকলে হতবাক। গ্রামের একজন বললেন মেয়ের পেটেই তো মা জন্ম নেয়,তাই এই মেয়েরা আমাদের গ্রামের গর্ব।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊