বুনিয়াদপুরে গতকাল বিকেল 4 টায় আয়োজিত হল প্রথম wbpgta এর মিটিং।  জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকজন শিক্ষক এসেছিলেন।তাঁদের উপস্থিতিতে যে বিষয়গুলি আলোচনা হয়-

1.. PGT scale
2. কনভার্সনের ফলে স্কুলগুলিতে পিজি সিটের সংখ‍্যা অনেক কমে গেছে।বদলির সুযোগ পাওয়া খুব কঠিন বা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতির পরিবর্তনে স্বচ্ছ ও স্থায়ী ট্রান্সফার পলিসি তৈরি ও তার প্রয়োগ করা প্রয়োজন। খুব দ্রুত এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
3. CAS benifit দাবি।
4. স্টাফ প‍্যাটার্নে পিজি শিক্ষকদের আপার প্রাইমারিতে যেন না  রাখা হয়।
5. পিজি শিক্ষকদের প্রমোশনের মাধ‍্যমে সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে নিয়োগের রূপরেখা তৈরি।

ভবিষ‍্যতে কিভাবে এই জেলার সমস্ত পোস্ট গ্র‍্যাজুয়েট শিক্ষক দের কাছে পৌঁছনো যায় সেই বিষয়ে আলোচনা হয়। একটি বিশেষ সংগঠন যেভাবে পিজি শিক্ষকদের বেতন নিয়ে রাজ‍্যজুড়ে অপপ্রচার চালাচ্ছে তা রুখতে সমস্ত পিজি শিক্ষকদের একজোট হওয়া একান্তই দরকার বলে সংগঠন মনে করে।

জেলার APGTWA কমিটি নির্মাণ করা হয়। জেলা কমিটিতে 6 জন যোগদান করেন ও 15 জন  শিক্ষক সদস‍্যপদ গ্রহণ করেন।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update