প্রবল মন্দার ধাক্কায় এই মুহূর্তে টালমাটাল ভারতীয় অর্থনীতি। এর মধ্যে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে চড়চড়িয়ে বাড়ছে খুচরো পণ্যের জিনিসপত্রের দাম। গত সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৯৯ শতাংশ, যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। আর এবার অক্টোবরে তা দাঁড়িয়েছে ৪.৬২ শতাংশে। এর আগের মাসে এর হার ছিল ৩.২৮ শতাংশ। সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দাম দ্বিগুণ বাড়ায় সামগ্রিক খুচরো মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে দেশে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পরিমাণ ছিল ৫.১ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, বর্ষা দেরিতে আসায় কিছুটা ক্ষতি হয়েছে চাষবাসেও।

ফলে আগুন লেগেছে বাজারে। আকাশ ছুঁয়েছে সবজির দাম। কেনাকাটা করতে গিয়ে চোখে সরষে ফুল দেখছে মধ্যবিত্তরা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মোকাবিলায় নবান্নে টাস্ক ফোর্সের জরুরি বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালে ক্ষমতায় এসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেখাশোনায় টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন নবান্নে গিয়ে চোখ বুলিয়ে নেন প্রাইস চার্ট। সেই চার্টই কপালে ভাঁজ ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীর। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছেন তিনি।

আলু, পেঁয়াজ, পটল-সহ বিভিন্ন সবজির দাম কেন অস্বাভাবিক হারে বাড়ছে তা খতিয়ে দেখা হবে এই বৈঠকে। ক্রেতা ও বিক্রেতাদের মাঝে কোনও ফড়ে বা দালাল চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে। ক্রেতা যে দামে সবজি কিনছেন, চাষিরা তা পাচ্ছে কি না সেটাও নিশ্চিত করা হবে।