হোস্টেল ফি রদ-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামে জেএনইউ ছাত্ররা। এবিষয়ে ইতিমধ্যেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধিকর্তা আর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, হোস্টেল ফি-সহ ছাত্রদের অন্যান্য দাবি দাওয়ার বিষয়ে আন্তরিক ভাবনাচিন্তা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্যেও বিশেষ প্রকল্প চালু করা হবে। এমন সময়ে গতকাল JNU-তে ভেঙে দেওয়া হল স্বয়ং স্বামী বিবেকানন্দের মূর্তি। 

তবে কারা এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাল, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে গোটা ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। 

তবে এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। তিনি দাবি করেন, 'আমাদের আন্দোলনকে বিপথগামী করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিবেকানন্দের মূর্তি ভাঙাকে কোনওভাবেই আমরা সমর্থন করি না। আমাদের আন্দোলনের সাফল্য আলাপ আলোচনার মাধ্যমেই হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এটা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র করেনি। আমরা কোনও ধরনের গুন্ডামিকে সমর্থন করি না।'

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের ওই মূর্তিটি উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেটি ভেঙে দেওয়া হল। সংবাদসংস্থা ANI মূর্তির কিছু ছবিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ভেঙে দেওয়া ওই মূর্তিটি গেরুয়া কাপড়ে ঢেকে রাখা হয়েছে।


like our facebook page for more update