SER-10,ময়নাগুড়ি, ২৭শে নভেম্বর: প্রত্যেক বৎসরের অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে জাবুড়াবাড়ি এলাকায় বাসিন্দারা পুজা করে থাকেন মা কালির। কিন্তু আশেপাশের প্রত্যেকটি অঞ্চল ও এলাকার কালি মায়ের থেকে একটু ভিন্ন রকমের এই জাবুড়াবাড়ির কালি প্রতিমা । 

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর অঞ্চলের জাবুড়াবাড়ি এলাকায় দেখতে পাওয়া যায় মা কালির প্রতিমা রাজবংশী ট্র‍্যাডিশনাল পোষাকে। 

একেবারেই রাজবংশী ট্র‍্যাডিশনাল পোষাকে সজ্জিত হয়েছেন মা কালি। এক সময় এই পাটানি (শাড়ি) পরতেন রাজবংশী সমাজের মহিলারা। আর সেই সাজেই সজ্জিত হয়েছেন জাবুড়াবাড়ি কালি পুজা কমিটির এই কালি প্রতিমা।

জাবুড়াবাড়ি কালি পুজা কমিটির পক্ষ থেকে জানা যায়, গত সোমবার অমাবস্যা তিথিতে পুজা হয়েছিল এই দেবীর এবং এ'বৎসর ২৮তম বর্ষে পদার্পন  করল এই কালি পুজা।  প্রত্যেক বৎসরের মতো এবারও রীতি অনুযায়ী রাজবংশী সমাজের দেউশি দিয়ে সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হয় মা কালির পুজো। 

প্রত্যেক বৎসরের মতো এবারও কালি পুজাকে উপলক্ষ্য করে এবং রাজবংশী সমাজের কৃশটি-সংস্কৃতিকে কেন্দ্র করে আজ সন্ধ্যা থেকে ভাওয়াইয়া গানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে থাকছে উত্তরবঙ্গ, আসাম ও বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা।  ভাওয়াইয়া গানের পাশাপাশি আজ  কালি পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কালি পুজা কমিটির পক্ষ থেকে।