উত্তরের গুণী সুজন চন্দন সেনগুপ্ত
শুভাশিস দাশ 

দিনহাটার মাঠ কে যিনি শৈশব থেকেই দখল নিয়ে রেখেছেন তাঁর নাম চন্দন সেনগুপ্ত । দিনহাটার সবার চন্দন দা । চন্দন যেমন সুগন্ধি ছড়ায় ঠিক তেমনি খেলার জগতে দিনহাটা ছাড়িয়ে সারা বাংলায় তাঁর খেলার সুগন্ধি ছড়িয়েছে । মাঠের সব দিক তিনি ছুঁয়ে রেখেছেন তবে সফলতার সাথে । 
খেলার সুবাদে ভারতীয় রেলে চাকরি তারপর অবসর । অবসরের পর বেশির ভাগ মানুষই বসে যান , না , চন্দন দা র সেটা হয়নি । বয়স কে তিনি হার মানিয়ে নিজে পরে নিয়েছেন জয়ের হার । 
মূলত অ্যাথলেটিক চন্দন সেন গুপ্ত দৌড়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় । ফুটবল ক্রিকেট এও তাঁর দখল । 
পুরস্কার এর ঝুলিতে ভরেনিয়েছেন অনেক পুরস্কার । 
তাঁর দিনহাটা ভেটারানস এন্ড স্পোর্টিং ক্লাব দাপিয়ে খেলছে উত্তরবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এবং প্রতিবেশী বাংলা দেশেও । 
চন্দন দা এভাবেই আমাদের মাঠ কে আরো উজ্জ্বল করুন তাঁর এই সত্তরের তারুণ্যে ।