সংবাদ একলব্য, নিগমনগর, ১৮ই নভেম্বর ২০১৯:
বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভেঙে চুরি হল কিশামত দশ গ্রাম গভঃ প্রাথমিক বিদ্যালয়ের ২টা এ সি আর এর মোট ১৪ লক্ষ টাকার কোটেশন বাক্স। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  হরিশচন্দ্র অধিকারী জানান আজ বিদ্যালয় এসে দেখতে পান অফিস ঘরের তালা ভাঙা, তারপর অফিসের ভিতরে ঢুকে দেখেন যে গোদরেজ ভেঙে শুধু কোটেশন বাক্সটি চুরি হয়েছে। এদিকে তিনি আক্ষেপ করে জানান এ সি আর এর টাকা ঢোকার পর তার উপর নানা চাপ আসছে। স্হানীয় কয়েকজন তাদের দ্বারায় কাজ করাতে হবে বলে হুমকিও দেয়। 
এ বিষয়ে নিকটবর্তী সাহেবগঞ্জ থানায় তিনি অভিযোগ করেছেন বলে  জানিয়েছেন। বিস্তারিত শুনুন তার মুখে-




নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update