হিরেন পাল, বলরামপুর, ১৮ই নভেম্বর:
গত ১৬ ও ১৭ই নভেম্বর মহারাষ্ট্রের পুনের ছত্রপতি শিবাজী International sports complex এ আয়োজিত হয় open National sports championships Festival । জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় কোচবিহার জেলা থেকে মোট ৮ জন প্রতিযোগী অংশগ্রহন করার সু্যোগ পেয়েছিল । তার মধ্যে বলরামপুর উচ্চ বিদ্যালয়ের মোট দু্ইজন বর্তমান ছাত্র মাহিয়ার আলী ও কৌশিক বর্মন এবং একজন প্রাক্তন ছাত্র রাজু শেখ পৃথক পৃথক ইভেন্টে অংশগ্রহন করে স্বর্ণপদক জয় লাভ করে । ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মাহিয়ার আলী ও ২০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় কৌশিক বর্মন, দুজনেই বলরামপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্র ।
এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র রাজু শেখ ৫০০০ মিটার রানে স্বর্ণপদক জয় লাভ করে । রাজু বর্তমানে দেওয়ানহাট মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র । এর আগেও জেলা এবং রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে এরা সকলেই একাধিকবার পুরস্কার নিয়ে আসে ।
সারা দেশের ২০ টি রাজ্যের মোট ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিল এই প্রতিযোগিতায়। পশ্চিমবঙ্গ থেকে মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহন করে ।
কোচবিহার জেলা থেকে অপর এক প্রতিযোগী সাইদার আলী ১৫০০ মিটার রানে স্বর্ণপদক লাভ করে । এরকম জয়জয়কার সাফল্যে খুশি বলরামপুর উচ্চ বিদ্যালয়সহ এলাকার সকলেই।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊