আজ বাংলার বিভিন্ন জায়গায় আনন্দ সহকারে পালিত হচ্ছে নবান্ন উৎসব । নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। অথচ আজ এই কৃষকদের সাহায্যকারী কর্মিরা ছাটাই এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছেন কোচবিহারে।
কোচবিহার ATMA STAFF এর কর্মিদের কাজ থেকে বরখাস্ত করার ঘোষণার সাথে সাথেই আজ উত্তাল হয়ে ওঠে কোচবিহারের PD(project Director of ATMA) অফিস। আজ সকাল ১০ টা থেকেই শুরু হয় এই বিক্ষোভ অবস্থান।
জানাযায় গত ১৪ নভেম্বর কোচবিহারের কৃষি অধিকর্তা সহ কৃষিঅধকর্তা দের নোটিশ পাঠান- কৃষক বন্ধুদের সমস্ত কাজ থেকে বরখাস্ত সহ বর্ধিত হারে বেতন রিপোর্ট বিষয়ে।
এরই প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভ বলে জানান কৃষক বন্ধুর জেলা সম্পাদক হিরন্ময় রায়। আজ এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সমস্থ ব্লকের ATM,BTMএবং কৃষক বন্ধু।ATMA STAFF ASSOCIATION CoochBehar unit এর সভাপতি সুভজিৎ বর্মন,কৃষক বন্ধুর জেলা সম্পাদক হিরন্ময় রায় প্রমূখ।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊