এবার কর্মক্ষেত্রে মহিলাদের চশমা পরার ওপর নিষেধাজ্ঞা জারি হল জাপানে। কয়েকটি জাপানিজ সংস্থা এই নিয়ম জারি করেছে। সেখানে বলা হয়েছে, অফিসে কোনও মহিলা চশমা পরতে পারবেন না। এই সিদ্ধান্তে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণে জাপানের কয়েকটি সংস্থা মহিলাদের চোখে চশমা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে কিছু রিটেল চেইনের বক্তব্য, অনেক মহিলারা নিজেকে স্মার্ট আর স্নিগ্ধ লুকের জন্য চশমা পরেন। অফিসের সকলেই যে নিজের লুকের জন্য চশমা পরেন তা কিন্তু নয়। চোখের সমস্যার কারণেও চশমা পরতে হয়। তবে শুধুমাত্র মহিলাদেরই কেন, পুরুষরা কি চশমা পরেন না। যাবতীয় বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় জাপান সরকারকে সমালোচনা করা হচ্ছে।