pic source artnet

শুভাশিস দাশ : সকাল সকাল বাজার করে ফিরছি । পথ পাশের এস ইউ সি আই অফিসে দেখলাম তাঁদের কর্মী সমর্থকরা দলীয় পতাকা তুলে কার ছবিতে মালা দিয়ে অভিবাদন করছেন । একটু দাঁড়ালাম । দেখলাম যাঁর ছবিতে মালা দেয়া হয়েছে তিনি কমুণিস্ট দুনিয়ার এক অন্যতম ব্যক্তিত্ব ফ্রেডরিক এঙ্গেলস । যাঁর আজ জন্মদিন । ভাবলাম এসব মানুষ দের নিয়ে একটু কলম ধরি । স্বল্প পরিসরে তাই এই প্রতিবেদন । 
যিনি অনায়াসে আরাম আয়েশ করে জীবন টা কাটিয়ে দিতেই পারতেন । না , পৃথিবীতে এই মানুষগুলো জন্মায় বলেই আদর্শ টিকে থাকে মানবতা বাঁচে । তিনি ফ্রেডরিক এঙ্গেলস । মার্কস বাদ কে যিনি পরবর্তীকালে পৃথিবীতে প্রসার ঘটিয়ে ছিলেন ।মার্কসের মৃত্যুর পর ' দাস ক্যপ্টিটেল ' এর দুটি এডিশন বের করে মার্ক্স এর দর্শন কে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছেন । তাঁর কোন অহং বোধ ছিল না যে কারণে বৈভবের বর্ম অনায়াসে ছেড়ে নেমে পড়েছিলেন পৃথিবীর মেহনতি মানুষের মুক্তির পথে মার্কসের দর্শন কে দিকে দিকে ছড়িয়ে দিতে । আজকে এই অহং বোধের কথাটি এজন্যই বললাম যে এই সময়ে এই রকম নেতার বড়ই অভাব তাও আবার অন্যের আদর্শ কে নিজের ভিতর গেঁথে ঝাঁপিয়ে পড়ে তা ছড়িয়ে দিতে । এখন মুখে শুধু আদর্শের বুলি । ১৮২০সালে ২৮শে নভেম্বর এঙ্গেলস জন্ম গ্রহণ করেন । আজ তাঁর দ্বিশত তম জন্মদিবস । 
পৃথিবীতে যতদিন কার্ল মার্কস এর কথা উচ্চারিত হবে ততদিন ফ্রেডরিক এঙ্গেলসও উচ্চারিত হবে । তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।