মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৯ নভেম্বর : আজ বেলা প্রায় দেড়টা নাগাদ জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের সংলগ্ন রাজা চাবাগানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে পিক আপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয় বাইক চালকের। জানা যায় দুরন্ত গতিতে চলা একটি বাইকের সঙ্গে ডিমের কার্টুন বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। 
সাথে সাথে মর্মান্তিক মৃত্যু হয়  বাইক চালকের। স্থানীয় সুত্রে জানা যায়ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার বেতবাড়িতে বাড়ি বাইক চালকের নাম অনুগ্রা বাগে (৩২)।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বাইকচালক মালবাজার শহর থেকে তার বাড়ি দিকে যাচ্ছিলেন ও পিক আপ ভ্যানটি ডিম নিয়ে মাটিগাড়া থেকে বিন্নাগুডি যাচ্ছিল। রাজা চাবাগানের কাছে জাতীয় সরকের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইক চালক ও পিক আপ ভ্যানের। সংঘর্ষের তীব্র গতি এতটাই ছিল যে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। সংঘর্ষের পর পিক আপ ভ্যানটি পালাবার চেষ্টা করলেও মাল হাসপাতালের সামনে জনতার হাতে ধরা পড়ে। এবং তৎক্ষণাৎ ওই স্থানে মাল পুলিস পিক আপ ভ্যান ও চালককে আটক করে।



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update