চ্যাংরাবান্ধাঃ 
মেখলিগঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মন্টু মন্ডলের বিরুদ্ধে কিছু দিন পূর্বে কাটমানির অভিযোগ ওঠে, তার পরিপ্রেক্ষিতে তিনি একটি মুচলেকা দিয়ে সাধারণ মানুষকে শান্ত করেন বলে জানা যায়। তার পর কাটমানির টাকা ফেরতের দাবীতে সাধারণ মানুষ তার বাড়িতে গিয়ে ধর্না শুরু করলে তিনি  আত্মহত্যা করার চেষ্টা করেন বলেও শোনা যায়। 

এবার কাটমানির পর এবার ছিনতাই সহ একাধিক মামলায় অভিযোগ উঠেছে মেখলিগঞ্জের কাউন্সিলার মন্টু মন্ডলের বিরুদ্ধে।   মেখলিগঞ্জের রেখা দাস নামে এক ব্যাবসায়ী কে প্রানে মারার হুমকি এবং দোকান লুটপাট চালায় বলে থানায় অভিযোগ জমা পড়েছে।  
তবে তৃনমুল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বারংবার একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কেন নীরব  ভূমিকা পালন করে চলছেন তা নিয়ে প্রশ্ন উঠছে।  

এ বিষয় মেখলিগঞ্জ দক্ষিন মন্ডল কমিটির সভাপতি দধিরাম রায় জানান আইন আইনের পথে চলুক। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update