আজ ভারতের ছাত্র ফেডারেশন (SFI) দিনহাটা কলেজ ইউনিটের ১৯তম সম্মেলন দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। 
কমরেড অভিমুন্য নগর(দিনহাটা শহর) কমরেড নরেন দত্ত মঞ্চে দিনহাটা কলেজ ইউনিটের ১৯তম সম্মেলন উদ্বোধন কমরেড শুভ্রালোক  দাস(প্রাক্তন সাধারণ সম্পাদক দিনহাটা কলেজ ছাত্র ছাত্রী সাংসদ), উপস্থিতি ছিলেন রাজ্য কমিটি সদস্য আকিক হাসন, জেলা সম্পাদক প্রনয় কার্যী। সদস্য পদের ভিত্তিতে ৫০ জন ছাত্র - ছাত্রী প্রতিনিধি সম্মেলনে ২১ জনের দিনহাটা কলেজ ইউনিট গঠিত হয়.। নবনির্বাচিত সম্পাদক হলেন কমঃ আব্দুল মালেক পাটোয়ারী ও সভাপতি সঞ্জীব কর্মকার।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update