শঙ্কর পাণ্ডে ,সাতজেলিয়া ২৪পরগণা(দঃ): ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের সাতজেলিয়া তে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে কৈখালি ঘাট থেকে ২৩ জনের একটি পর্যটকের দল বেড়াতে আসে সুন্দরবনের।সাতজেলিয়ার  কাছে আসতেই ঘটে সেই চরম বিপত্তি।ভুটভুটি থেকে  এক পর্যটক মত্ত অবস্থায় বিদ্যাধরী নদীতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া পর্যটকের  নাম সৈকত রায়,বাড়ি নদীয়া চাকদহে।বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত সোমবার কৈখালি থেকে সুন্দরবনের উদ্দেশ্যে  যাত্রা শুরু করে নদীয়ার চাকদহ থেকে আশা ২৩ জনের একটি পর্যটকের দল।কিন্তু সাতজেলিয়ার কাছে আসতেই কিছু বুঝে ওঠার আগেই ঘটে চরম দুর্ঘটনা,তলিয়ে যায় তাদেরই বন্ধু সৈকত রায় ।এরপর বাকী ২২জন পর্যটক কুলতলি থানায় এসে পুরো ঘটনাটা জানালে কুলতলি থানা তড়িঘড়ি যোগাযোগ করে সুন্দরবন কোস্টাল  থানার সাথে।সুন্দরবন কোস্টাল থানা তথক্ষনাৎ স্পিড বোট নিয়ে যে জায়গায় সৈকত বাবু তলিয়ে গেছিলেন সেখানে ও তার আশেপাশের  বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে থাকে ।শেষ খবর পাওয়া পর্যন্ত সৈকত রায়ের কোনো খোঁজ মেলেনি।কিন্তু প্রশ্ন একটাই কি ভাবে গাইড ছাড়া ঐ পর্যটকের দল সুন্দরবনে বেড়াতে গেল?আর কারাই বা দিলো অনুমতি?।অদও কি গাইড  ছাড়া সুন্দরবনে ভ্রমণ সম্ভব? থেকে যাচ্ছে একধিক প্রশ্ন।এদিকে কুলতলি থানার পুলিশ বাকি ২২ জন পর্যটককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এবং অভিযুক্ত ভুটভুটির মাঝিকে গ্রেফতার করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।