![]() |
Pic src-scroll.in |
কয়েকদিন আগেই সারা দেশে এন আর সি চালু করার বিষয়ে হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এনআরসি চালু করার বিষয়ে নিজের পদ নিয়েই সন্দেহ প্রকাশ করলেন স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিপ্লব দেব বলছেন, তাঁর বাবা এবং আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছিলেন। তাই ত্রিপুরায় এনআরসি চালু হলে মুখ্যমন্ত্রীর পদ হারাতে হবে তাকে। যদিও তিনি দাবি করেন তিনি এ মাটিতেই জন্মগ্রহন করেছেন। ভিডিও তে তার বক্তব্য, এনআরসি নিয়ে যদি কিছু হারায় তাহলে সেই তালিকায় আমিও পড়বো। যদিও বিজেপির দাবি, নোংরা রাজনীতির জন্যই মুখ্যমন্ত্রীর অসম্পূর্ণ বক্তব্য এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে এসে তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Now this is new by Biplab Kumar Deb, Tripura CM.— Saurav Mukherjee (@SauravMukherji) November 26, 2019
Recently he said to a Guwahati based media network: “If I implement NRC, firstly I will lose my CM Post”. #Tripura @BjpBiplab @BJPTripura @BJP4India @AmitShah #NRC #Bangladesh pic.twitter.com/1A9obM19sR
like our facebook page for more update
Social Plugin