সংবাদ একলব্যঃ রাজ্যে কিছুদিন আগেই ঘোষিত হয়েছে ষষ্ঠ বেতন কমিশন। কিন্তু সেই বেতন কমিশনে মানা হয়নি বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচার্স এসোসিয়েশান এর টিজিটি সম্বলিত দাবী! দাবীর স্বপক্ষে ছিল  হাই কোর্টের একাধিক রায় ও। তাই এর বিরুদ্ধে কলকাতা সহ সমস্ত জেলায় বিক্ষোভ কর্মসুচী চালিয়ে যাচ্ছে বিজিটিএ। 
আজ বিজিটিএ 'র তরফে এমনটা দাবী করে জানানো হয়েছে আগামী ২৮ শে নভেম্বর পুর্ব বর্ধমানের টাউন হলে তারা ডাক দিয়েছে এমনই এক বিক্ষোভ কর্মসুচীর। ঐ দিন বেলা ২-৩০ মিনিটে শুরু হবে বিক্ষোভ সমাবেশ।  সমাবেশ শেষে শুরু হবে মিছিল, শেষ হবে পূর্ব বর্বমান জেলার ডি.আই. অফিসের পাদদেশে।  এর পর সংশ্লিষ্ট ডি.আই. কে ডেপুটেশন ও দেওয়া হবে। সেই সংক্রান্ত অনুমতি নিয়ে রেখেছে পূর্ব বর্ধমান জেলা বিজিটিএ। 
আজ বিজিটিএ রাজ্য কমিটির তরফে পুর্ব বর্ধমানের সমস্ত গ্র‍্যাজুয়েট টিচারদের ২৮ শে নভেম্বর আয়োজিত ঐ বিক্ষোভ কর্মসুচী ও  ডি আই ডেপুটেশনে অংশ গ্রহন করার আহবান জানানো হয়েছে এক প্রেস বিবৃতিতে।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update