![]() |
Pic src-india today |
কলকাতা, ২৬শে নভেম্বর: এবার শব্দ দূষণ রুখতে কড়া পদক্ষেপ নিলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই কলকাতার অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াবে কলকাতা পুলিশের আধিকারিকরা। সূত্রের খবর, ছদ্মবেশে পুলিশ অফিসাররা কলকাতার অলিতে গলিতে ঘুরবে। এই ছদ্মবেশী অফিসাররা পুলিশের গাড়ির পরিবর্তে ব্যবহার করবেন সাধারণ গাড়ি। আজ সকালে দক্ষিন কলকাতার পশু প্রেমীরা নিজস্ব পশ্য নিয়ে ভবানীপুর পুলিশ স্টেশনের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশিম বসু, অ্যাসিস্ট্যান্ট কমিশনর বুদ্ধদেব মুখার্জি ও ভবানিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ সুমিত দাসগুপ্ত । এছাড়াও পদযাত্রায় সামিল হয় দক্ষিন কলকাতার সাধারণ মানুষ। এরুপ পদক্ষেপে খুশি কলকাতার মানুষ।
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊