SER-19:
ঐতিহাসিক হায়দ্রাবাদ শহরে শুরু হল AIDSO'র নবম সর্বভারতীয় ছাত্র সম্মেলন। বিভিন্ন রাজ্য থেকে আগত কয়েক হাজার প্ৰতিনিধিরা প্রাণোদ্দীপ্ত স্লোগানে মুখর মিছিল করে প্রকাশ্য অধিবেশন সভাস্থলে এসে উপস্থিত হয়।

দেশ-বিদেশের মনীষীদের কোটেশন এবং AIDSOর দীর্ঘ ছাত্র আন্দোলনের চিত্র  প্রদর্শনী উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বি. চন্দ্র কুমার।

সভাস্থলে মঞ্চ তেলুগু নবজাগরণের প্রাণপুরুষ কান্দুকুরি বিরাসালিঙ্গম এর নামে নামাঙ্কিত : কান্দুকুরি বিরাসালিঙ্গম বেদীকা। প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির  চেয়ারম্যান প্রোফেসর পি এল বিশ্বেশ্বর রাও। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন এডভোকেট জেনারাল প্রফেসর রবিভার্মা কুমার এবং সদ্যপ্রাক্তন আই.এ.এস. অফিসার কান্নন গোপিনাথন প্রমুখ। মিঃ গোপিনাথন কেন্দ্র সরকারের 'অঘোষিত জরুরী  অবস্থা'র বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এআইডিএসও সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র দেশব্যাপি তীব্র ছাত্র আন্দোলনের আহ্বান জানান।