গ্র‍্যাজুয়েট টিচারদের দীর্ঘ দু দশক ধরে চলে আসা বঞ্চনার বিরুদ্ধে ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছে বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান বা বিজিটিএ। তারা হাই কোর্টেও  একাধিক জয় পেয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয় নি। ঘোষিত পে কমিশনে গ্র‍্যাজুয়েট টিচারদের নিয়ে একটি শব্দ ও খরচ করা হয় নি। সেকারণেই বিজিটিএ 'র তরফে পশ্চিম বঙ্গের প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ ও ডি. ডেপুটেশন কর্মসুচী চালানো হচ্ছে। তার ই মধ্যে আজ বিকালে বিজিটিএ সভাপতি ধ্রুবপদ ঘোষাল ও হাওড়া জেলা বিজিটিএ'র সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ শিক্ষক নেতা স্বপন মন্ডল কে সঙ্গে নিয়ে বিধানসভা ভবনে দেখা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জির সাথে।

ধ্রুব বাবুর দাবী তাদের সাথে শিক্ষা মন্ত্রী'র খোলা মেলা কথা হয়েছে। মন্ত্রী মশাই তার সাথে বিজিটিএ'র আগের সাক্ষাৎকারের কথা স্বীকার করে নিয়ে বঞ্চনার খুটিনাটি বিষয় জানতে চান, এবং এই পে কমিশনেই বঞ্চনা মেটানো হবে বলে আশ্বাস দেন। তার কথায় এই বিষয়টি "under process"!

মন্ত্রীর সাথে সাক্ষাৎকারের পর বিজিটিএ সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, "মন্ত্রী মাশাই আমাদের বঞ্চনা সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন, আজ আবার তার সাথে দেখা করলাম। তিনি আশ্বাস দিয়েছেন, আমরা আমাদের বঞ্চনার কথা লিখিত ভাবে আর একবার তাঁর হাতে তুলে দিয়ে এসেছি।

এখন দেখার তিনি পশ্চিম বঙ্গের লক্ষাধিক গ্র‍্যাজুয়েট টিচারদের জন্য তার দেওয়া আশ্বাস কার্যকরী করেন কি না!" তিনি আরো বলেন মন্ত্রী আশ্বাস দিলে ও যতক্ষন বঞ্চনার অবসান না হয় ততক্ষণ বিজিটিএ  আন্দোলনের রাস্তা থেকে হটবে না। শিক্ষা মন্ত্রী তাঁর কথা না রাখলে রাজ্যের গ্র‍্যাজুয়েট টিচার রা আরো বৃহত্তর শক্তি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।"

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update