মালদা,২৭ নভেম্বর : ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন থেকে শিয়ালদহ যাওয়ার পথে কৃষ্ণপল্লি হ্যান্টা কালী মোড় এলাকায় ইঞ্জিনের সামনে থাকা কাউ ক্যাচার ভেঙে পড়ে। ট্রেন চালক বুঝতে পেরে ট্রেনের ইঞ্জিন নিয়ন্ত্রণ করেন। ট্রেন থামিয়ে খবর দেন মালদা ডিআরএম অফিসে। রেলের কর্তা কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনের সামনের কাউ ক্যাচারটি গ্যাস কাটার মেশিন দিয়ে কেটে ট্রেন চলার উপযোগী করে তুলে।এতে প্রায় দু-ঘন্টা সময় লেগে যায়। এরপর, ট্রেন সেখান থেকে পুনরায় শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। এর ফলে ডাউন লাইনে সমস্ত ট্রেন ঘন্টাদুয়েক অন্যান্য স্টেশনেই আটকে পড়ে। ইঞ্জিন বিকল হয়ে ঘন্টাদুয়েক আটকে থাকার কারণে অস্বস্তিতে পড়েন রেল যাত্রীরা। অবশেষে ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলে স্বস্তি পান যাত্রীরা।