পার্শ্বশিক্ষকরা কি সরাসরি কেন্দ্র সরকারের অধীনে যেতে চলেছেন? এই নিয়ে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অনেকের মধ্যেই। বেশ কিছুদিন ধরেই পার্শ্বশিক্ষকদের একটা বড়ো অংশ অনশন চালিয়ে যাচ্ছেন। একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে হেলদোল নেই রাজ্য সরকারের।
অপরদিকে পার্শ্বশিক্ষকদের আন্দোলন স্তব্ধ করতে নয়া কৌশল রাজ্যের. বিদ্যালয় পরিদর্শকরা বিজ্ঞপ্তি পাঠাচ্ছেন বিদ্যালয়গুলিতে । ১১ নভেম্বর থেকে যে সমস্ত পার্শ্বশিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত তাদের লিস্ট চেয়ে পাঠাচ্ছেন।
এই প্রসঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ জানান- " সরকারের কিছু দলদাস SI কোন কোন জায়গায় শো'কজের ভয় দেখাচ্ছেন। কোন এস আই যদি শোকজ করেন-আমি কথা দিচ্ছি তাকে কলকাতা হাইকোর্টের দরজায় এনে ফেলব।"
এই প্রসঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ জানান- " সরকারের কিছু দলদাস SI কোন কোন জায়গায় শো'কজের ভয় দেখাচ্ছেন। কোন এস আই যদি শোকজ করেন-আমি কথা দিচ্ছি তাকে কলকাতা হাইকোর্টের দরজায় এনে ফেলব।"
তবে এতকিছুর মধ্যে আগামী ৭২ ঘন্টার মধ্যে বদলে যেতে চলছে পার্শ্বশিক্ষকদের জীবন- এমনি কথা শোনা গিয়েছিল প্রায় ৩৬ ঘন্টা আগে অনশনমঞ্চ থেকে । কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের এক উচ্চপদস্থ অফিসার অনশন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন- 72 ঘণ্টার মধ্যে খুশির খবর দিতে তিনি আসবেন। কিন্তু কি সেই খুশির খবর তা খোলসা করে জানাননি তিনি। তবে একই কথা ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষও জানিয়েছেন।
আর এই বক্তব্যের পরেই অভিজ্ঞমহল অনুমান করছেন- যেহেতু কেন্দ্র সরকার যে বেতন PAB রিপোর্ট অনুসারে পার্শ্বশিক্ষকদের পাবার কথা তাও রাজ্য সরকার ঠিকমতন দিচ্ছে না বলে অভিযোগ উঠছে, তাই হয়তো এইবার কেন্দ্র সরকার সরাসরি পার্শ্বশিক্ষকদের দায়িত্ব নিতে চলেছেন।
তবে সব অনুমানের অবসান হয়তো আগামী পরশু দিন হতে চলেছে। তাই পূর্ব ঘোষিত '৭২ ঘন্টার' দিকেই তাকিয়ে এ রাজ্যের পার্শ্বশিক্ষক।
বিস্তারিত শুনুন ভিডিওতে-
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Social Plugin