পার্শ্বশিক্ষক আন্দোলনে অংশগ্রহণকারী মেদিনীপুরের এক পার্শ্বশিক্ষিকা শ্রীমতি রেবতি রাউত   তিনি ১১ নভেম্বর  থেকে ১৮  নভেম্বর এই অবস্থানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাড়িতে গিয়ে  মারা যান বলে সূত্রের খবর।
পশ্চিম মেদিনীপুরের এই শিক্ষিকা মোহনপুর ব্লকের দক্ষিণ বোড়াই প্রাইমারি স্কুলে চাকুরিরত ছিলেন।পার্শ্বশিক্ষকরা অনশন আন্দোলন শুরু করলে তিনিও অনশনে সামিল হয়ে অসুস্থ হয়ে পড়েন।সুস্থ হয়ে আবার আন্দোলনে ফিরে আসার জন্য বাড়িতে ফিরে যান রেবতী দেবী।সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের মধ্যে।


আজ সমগ্র রাজ্যের সাথে সাথে কোচবিহারে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখার ডাকে  পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অনশন আন্দোলনে অংশগ্রহণকারী রেবতী রাউত এর প্রয়াণে  শোক মিছিল করা হয়। মিছিল থেকে ধিক্কার জানানো হয় রাজ্য  প্রশাসনকে । এবিটিএ কোচবিহার জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী সুজিত দাস কি  বললেন শুনুন ভিডিওতে-