আজ মহাসমারোহে কোতুলপুর চক্রের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের ২১টি প্রাথমিক বিদ‍্যালয় ও ৪টি শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় ২০০ জন শিশুকে নিয়ে মির্জাপুর গ্রাম পঞ্চায়েত মাঠে বার্ষিক ক্রীড়া প্রতি যোগিতা'১৯ অনুষ্ঠিত হলো। অঞ্চল ক্রীড়া আহ্বায়ক নিম্ন বুনিয়াদী বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শ্রী  বরণ পাল বলেন বালক বালিকাদের মোট ছয়টি গ্রুপে মোট আটাশটি ইভেন্টে এই ক্রীড়াসূচী অনুষ্ঠিত হয়।

মাননীয় পঞ্চায়েত প্রধান শ্রী বিকাশ চন্দ্র মাঝি পতাকা উত্তোলনের মাধ‍্যমে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। শিশুদের শপথবাক্য পাঠ করান অলোক কুমার দে। মিল ও টিফিনের আয়োজন করেন মির্জাপুর গ্রাম পঞ্চায়েত। বহু আধিকারিক,অভিভাবক সমস্ত শিক্ষক শিক্ষিকা ও পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। আমন্ত্রিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় গন।ক্রীড়াসূচী পরিচালনা করেন স্থানীয় উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক গন।

সমস্ত  শিক্ষক শিক্ষিকা গন অনুষ্ঠান  টি  সফল রূপদানে অক্লান্ত পরিশ্রম করেন, শ্রী বৃন্দাবন চ‍্যাটার্জী ও শ্রী লক্ষন মন্ডল মহাশয়ের নাম এব‍্যাপারে বিশেষ ভাবে উল্লেখ্য। দিনের শেষে পুরষ্কার বিতরণীর পর ক্রীড়াসূচি সমাপ্ত হয়। শিক্ষক গন নিজনিজ বিদ‍্যালয় শিশুদের বাড়ী পাঠানোর ব‍্যবস্থা করেন।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update