pic source: newsloundry


নয়াদিল্লী, ২২শে নভেম্বর-  বাতিলের পথে অসমের নাগরিকপঞ্জি তালিকা। ছয় বছরের পরিশ্রম, ১৬০০ কোটি টাকা ব্যয়, মানুষের হয়রানি, মৃত্যু সব কিছুর ফলাফল অবশেষে রাজ্য সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গোটা দেশের সঙ্গে নতুন করে এন আর সি হবে আসামে। অসমে হওয়া এন আর সি-তে ১৯ লক্ষ মানুষ বাদ যান। চূরান্ত তালিকায় দেখা যায় ১৩ থেকে ১৪ লক্ষ মানুষ হিন্দু। তখনই অস্বস্তিতে পড়ে শাসকদল বিজেপি। বেশির ভাগ হিন্দু বাদ যাওয়ায় চাপ বাড়াচ্ছিল সঙ্ঘ পরিবারও। অন্যদিকে ভোট ব্যাঙ্কেও টান পড়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আসামে নতুন করে এন আর সি হবে বিতর্কের সৃষ্টি করলেন অনিত শাহ। 

স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি, অসমে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়েছে । অসম চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের ২৪ মার্চকে এনআরসি তৈরির ভিত্তিবর্ষ বলে ধরা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে দেশের সব রাজ্যে যখন এনআরসি-র কাজ শুরু হবে। অতীতের একটি নির্দিষ্ট দিনকে ধরে তার ভিত্তিতে তালিকা তৈরি হবে। কোন বছরের কোন তারিখের ভিত্তিতে ওই কাজ শুরু হবে তা এখনও ঠিক হয়নি। 

বিরোধীরা মনে করছেন, হিন্দুরা বাদ যাচ্ছে বেশি সংখ্যায়। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিজেপি তাই ১৬০০ কোটি টাকা জলাঞ্জলি দিতে চাচ্ছে মোদী- অমিত জুটি।  তবে সুপ্রিম কোর্টের অধীনে তৈরি হওয়া এই নাগরিকপঞ্জি বাতিল করা হলে আদালত অবমাননা হবে বলে করা হলেও মন্ত্রক জানিয়েছে, ওই তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারপর কি হবে তা জানায়নি, এই আইনের ফাঁক দিয়েই এই তালিকা বাতিল করতে চাইছেন অমিত শাহরা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update