সংবাদ একলব্য, কলকাতা ২০১৯: টুবাই সান্যাল নামটা টলিউডে বেশ পরিচিত। খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাকে বহু বাংলা ধারাবাহিক ও ছবিতে। কলকাতা শহরে জন্ম ও বেড়ে ওঠা। জীবনের প্রতিটি অঙ্গে জড়িয়ে যার অভিনয়। ধারাবাহিক "আরব্য রজনী" তে দেখা গিয়েছে তাকে এক বিশেষ চরিত্রে। মানুষের মনে এক অনন্য জায়গা করে নিয়েছেন তাঁর অভিনয়ের দ্বারা। বাংলা ধারাবাহিক জয়ী তে দেখা গিয়েছে এক অনন্য খলনায়কের ভূমিকায়। পাশাপাশি জাহানারা সিরিয়ালে অভিনয়ের দ্বারা মানুষের মন কেড়েছে। সম্প্রতি জি বাংলা চ্যানেলে জয়ী সিরিয়ালে এক নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাকে। এছাড়া তার অভিনিত কিছু ওয়েব সিরিজ মুক্তি এই বছরে। তবে খলনায়কের চরিত্রে টলিউডে মানুষের মনে ঘর করছে এই অভিনেতা। আমাদের তরফ থেকে রইলো অভিনেতা টুবাই সান্যাল এর জন্য অনেক অভিনন্দন।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update