শঙ্কর পাণ্ডে,২৪ পরগণা( দঃ) :-বয়স ৮অথবা ১০ বছর, পায়ে জুতো নেই খালি পা। হাতে একটি প্লাস্টিকের ব্যাগ। গায়ে ভারতীয় দলের অধিনায়ক ‘বিরা’ লেখা জার্সি। সবুজ হাফ প্যান্ট। মাথায় নীল টুপি। হাজার হাজার মানুষের ভিড় এড়িয়ে ইডেন মুখি ‘ছোট্ট বিরাট’। পিঙ্ক টেস্টের জ্বরে আক্রান্ত দাদাদের পা ধরে চাওয়ার পর মিলেছে বিরা লেখা জার্সি। আর রোজকার জার্সি ব্যাগে রয়েছে। মানে একটি ছেড়া জামা এবং প্যান্ট। নেই প্রবেশের ছাড়পত্র। ঢুকতে গেলে বাঁধা। তাও সেই বাঁধা উপেক্ষা করে দাদাদের পায়ের ফাঁক দিয়ে ইডেন ঢুকে পরল ‘ছোট্ট বিরাট’।
তার আগের যা ঘটলো তা এক কথায় তা মনে রাখার মতো।টনটনে বুদ্ধি ছোট্ট বিরাট এক পুলিশকর্মীকে প্রশ্ন করেছিল, কোন গেট দিয়ে ঢুকতে পারব?।শুনে পুলিশ কর্মীরা তো আবাক।এর পরেও ঘটলো নাটক অবশেষে পুলিশ কর্মীদের বদান্যতায় মিলেছে গোলাপি টেস্ট দেখার অনুমতি।
Social Plugin