কলকাতা, ২৮শে নভেম্বর: কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস ২ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করে উৎসবে মাতেন। অন্যদিকে, হার স্বীকার করে হতাশ বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। সংবাদ মাধ্যমের সামনে তিনি স্বীকার করেন এন আর সি এর কারনে তিনি হেরে গেছেন। তিনি জানান, এন আর সি কেন্দ্র করেছে তাই মানুষ তার দলের বিপক্ষে গিয়েছে। এন আর সি এর জেরে তিনি হেরে গেলেন। এন আর সি আঘাত করেছে কেন্দ্রকে তার ফলস্বরুপ এই পরাজয়। উল্লেখ্য, ৫৭হাজার ভোটে এগিয়ে থেকে লড়াই শুরু করে এই বিজেপি প্রার্থী।
অন্যদিকে,২ হাজার ৩০০ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ জানান, তার দল তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থাকে। উন্নয়ন ও এন আর সি এর বিরোধীতা এই দুকারনকেই তিনি জয়ের মূল হাতিয়ার বলে মনে করছেন। এছাড়াও, বুথ লেভেল থেকে শুরু করে সকলের ঐকান্তিক প্রচেষ্ঠা ও সহযোগিতা তাকে জয়ী করতে সাহায্য করে বলে তিনি জানান। মানুষের বিজেপির ওপর ক্রোধ রয়েছে। এন আর সি এর প্রভাব পড়েছে বলে দাবি বিজয়ীপ্রার্থীর। এই প্রথম কালিয়াগঞ্জে ব্যাপক জয় পেল তৃণমূল কংগ্রেস।
like our facebook page for more update
Social Plugin