pic source:fb


গতকাল থেকে চালু হল বক্সিরহাট থেকে আদাবাড়িঘাট সরকারী বাস পরিষেবা । ভায়া বলরামপুর, বুড়িরহাট, দিনহাটা । আপাতত দুটি বাস চলবে বলে সূত্রের খবর।
এর আগে বাম আমলে দিনহাটা থেকে বলরামপুর পর্যন্ত সরকারি বাস চলতো। কিন্তু হঠাৎ তা বন্ধ হয়ে যায়। 
পুনরায় সরকারি বাস পরিসেবা শুরু হওয়ায় খুশি এলাকাবাসি।

 দেওচড়াই বাজার থেকে বাস ছাড়ার সময়  সকাল ৮ টা  আর দুপুর ১২টা ৩০ মিনিটে।



like our facebook page for more update