সাহেবগঞ্জ বিবেকানন্দ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হল দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতি স্তরের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জয়ন্ত দত্ত মহাশয়, সাহেবগঞ্জ থানার ও সি মাননীয় হেমন্ত শর্মা মহাশয়, দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বীরেন্দ্র নাথ বর্মন মহাশয়, দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষা মাননীয়া মুক্তি রায় মহাশয়া, দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় সুকুমার বর্মন মহাশয় প্রমুখ ।
খেলার শুভ সূচনা দিনহাটা ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জয়ন্ত দত্ত মহাশয়ের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সারাদিন কচিকাচাদের উচ্ছ্বাস আর কলকলানি ক্রিড়া প্রাঙ্গনকে মুখরিত করে তোলে। নৃত্য বাদ্য সমন্বিত এই খেলা ছিল সকলের নজর কাড়ার মতো। প্রচুর সংখ্যক অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে এই খেলা সকলের পরিপূর্ণ সহযোগিতায় সাফল্যমন্ডিত হয়েছে বলে ক্রীড়া সম্পাদক মাননীয় গৌরাঙ্গ সরকার মহাশয় দাবি করেন। বিস্তারিত দেখুন ভিডিওতে-
খেলার শুভ সূচনা দিনহাটা ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জয়ন্ত দত্ত মহাশয়ের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সারাদিন কচিকাচাদের উচ্ছ্বাস আর কলকলানি ক্রিড়া প্রাঙ্গনকে মুখরিত করে তোলে। নৃত্য বাদ্য সমন্বিত এই খেলা ছিল সকলের নজর কাড়ার মতো। প্রচুর সংখ্যক অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে এই খেলা সকলের পরিপূর্ণ সহযোগিতায় সাফল্যমন্ডিত হয়েছে বলে ক্রীড়া সম্পাদক মাননীয় গৌরাঙ্গ সরকার মহাশয় দাবি করেন। বিস্তারিত দেখুন ভিডিওতে-
Social Plugin