Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাশিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট




রেহান আসিফ, নদিয়া:কাশিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল দুইদিন ব্যাপী বার্ষিক ফুটবল টুর্নামেন্ট, উপস্থিত ছিলেন নাকাশিপারার ,বিডিও, অঞ্চল প্রধান, পুলিশ প্রশাসন ও সুস্মিতা কলেজ অফ এডুকেশন এর কর্ণধার এছাড়াও অনেকে, প্রধানত খেলায় উপস্থিত ছিল কলকাতাসহ বাইরের বিভিন্ন ফুটবল টিম , খেলাটি হচ্ছে নাকাশিপারার এক প্রত্যন্ত গ্রাম, প্রধান শহর(বেথুয়া ডহরি) থেকে অনেক ভিতরে অবস্থিত গ্রামটি, প্রতিবছরই এই ক্লাব গ্রামবাসীদের এইরকম একটা বড় উপহার দিয়ে থাকে।
প্রধান আকর্ষণীয় ছিল বিদেশি খেলোয়াড়,প্রথম পুরস্কার ছিল 50 হাজার টাকা এবং রানার্স দের জন্য 40 হাজার টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code