Latest News

6/recent/ticker-posts

Ad Code

যাদের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠভাবে পরিচালিত হল দুর্গোৎসব, তাদের সংবর্ধিত করলো SFI ও DYFI দিনহাটা লোকাল কমিটি


সংবাদ একলব্যঃ 
এই শারদ উৎসব যাদের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠভাবে পরিচালিত হয়, যারা নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে মানুষের স্বার্থে রাস্তায় থেকে কর্তব্য পালন করনে। তাদের প্রত্যেককে সামান্য জল সহযোগে মিষ্টি মুখ ও রক্ত গোলাপ দিয়ে সংবর্ধিত করলো SFI ও DYFI দিনহাটা লোকাল কমিটির সদস্যরা। আজ দিনহাটায় সমস্ত দমকল কর্মী, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পূজা ভলেন্টিয়ার, বিদুৎ কর্মী, সাফাই কর্মী সহ ডাক্তারদের সাথে দেখা করে তাদের হাতে রক্তগোলাপ এবং মিষ্টি মুখ করানো হয়।

আজ সন্ধ্যা ৭ টা থেকে দিনহাটা অগ্নিনির্বাপক দফতর থেকে শুরু হয়ে হাসপাতাল, থানা হয়ে চৌপথী, সেখান বিসর্জন ঘাট পর্যন্ত উপরিউক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মীদের সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, SFI জেলা সহ সম্পাদক অংশুমালী রায়, টুটুল সরকার , অভিক সরকার, DYFI জেলা সহ সভাপতি অভিনব রায়, এন্দাদুল হক্, কৌশিক রায় সহ অন্যান্য সদস্য ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code