ATM থেকে ২০০০ টাকার নোট সরানোর কাজে শুরু করে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক । স্টেট ব্যাঙ্কই প্রথম পর্যায়ে এই কাজ শুরু করেছে । এরপর ধীরে ধীরে বাকি ব্যাঙ্কও নিজেদের এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে । ভারতীয় স্টেট ব্যাঙ্ক সূত্রে পাওয়া খবর অনুযায়ি ইতিমধ্যেই উত্তরপ্রদেসের কানপুরে তাদের মোট ১৫৫ টি এটিএমের মধ্যে ৭৭ টি ATM এ ২০০০ টাকার নোট তুলে নিয়েছে । একইরকম ভাবে উন্নাওতে ২৪ টি-র মধ্যে ২১ টি থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে । ফারুখাবাদ, কনৌজ ও বান্দাতেও এই কাজ শুরু হয়ে গেছে । ২০০০ টাকার নোট তুলে নিয়ে ২০০ ও ৫০০ টাকার নোট দিয়ে বদলে দেওয়া হচ্ছে । তবে এই পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে । তবে ধীরে হলেও প্রতিটা ATM এই বদলের কাজ করা হবে ।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।