স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষায় বড়সড় রদবদল এবার থেকে। সূত্রের খবর- এবার থেকে আর একজন প্রার্থীকে বিভিন্ন শ্রেণিতে নিয়োগের জন্য বারংবার আবেদন করতে হবে না। যে কোনও শ্রেণিতে নিয়োগের জন্য একবারই আবেদন করবেন প্রার্থীরা। একবার আবেদন পত্র জমা করলেই প্রার্থী পছন্দ মতো শ্রেণিতে নিয়োগের পরীক্ষা দিতে পারবেন। শুধুমাত্র লিখিত পরীক্ষা ছাড়া আর কোনও পরীক্ষাই দিতে হবে না আবেদনকারীকে। থাকছে না মৌখিক পরীক্ষাও। 

এতদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ থাকত প্রার্থীদের। তবে এই পদ্ধতি কার্যকর হলে প্রার্থীদের অভিযোগও অনেকাংশে কমবে বলেই মনে করছে স্কুল সার্ভিস কমিশন। 
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষায় (WBSSC) এবার কি কি রদবদল হচ্ছে, দেখে নিন একনজরে-
১। WBSSC-তে উঠে যাচ্ছে কাউন্সিলং ও ইন্টারভিউ প্রক্রিয়া। 
২। শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ । 
৩। লিখিত পরীক্ষার মেধার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 
৪। উঠে যাচ্ছে মাল্টিপল ​র‌্যাঙ্কিং ব্যবস্থা। 
৫। একজন প্রার্থীকে বিভিন্ন শ্রেণিতে নিয়োগের জন্য বারংবার আবেদন করতে হবে না।