অসিত বরন পাল, বাকুড়াঃ
বিগত বৎসর গুলির মতই স্কুল খুলতেই আজ পালিত হলো ভাই ফোঁটা উৎসব।এই নিয়ে সাত বৎসর চলছে বিদ্যালয়ে মহা সমারোহে ভাই ফোঁটা উৎসব।সাত বৎসর আগে ভাই ফোঁটার পর বিদ্যালয় খুলতেই প্রধান শিক্ষক অসিত বরণ পাল মহাশয় শিশুদের কাছে জানতে চেয়ে ছিলেন ছুটি ও ভাইফোঁটা কেমন কেটেছে, তার উত্তরে কয়েকটি শিশুকে মনমরা হয়ে বসে থাকতে দেখে উনার কৌতূহল বাড়ে। জানতে পারেন পরিবার ছোট হওয়ায় ও কাকা-জ্যাঠা দের পরিবারের শিশুরা মামাবাড়িতে যাওয়ায় তারা ফোঁটা দিতে পারেনি।
শিক্ষক মহাশয় কষ্ট পেয়ে সিদ্ধান্ত নেন,বিদ্যালয়ে আমরা এই উৎসব প্রতি বৎসর পালন করবো।এছাড়াও এর মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বোধ তথা শিশুদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। সেই থেকে চলে আসছে এই উৎসব। বিদ্যালয়ের সমস্ত ছাত্রী তথা বোনেরা সমস্ত ছাত্র তথা ভাই ও দাদাদের কপালে পরলো চন্দন, বাজলো শঙ্খ সাথে কল্যাণ কামনার মন্ত্র। মিষ্টিমুখ শেষে শিক্ষক গণ আজকের এই উৎসবের তাৎপর্য বোঝান শিশুদের। উপস্থিত ছিলেন গ্রামবাসীরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊