দীপাঞ্জন দত্ত।কোচবিহার:-
শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবসে কোচবিহার বয়েজ ক্লাবের প্রকাশিত হল অন লাইন সাহিত্য পত্রিকা মুক্তবীণা র প্রথম সংখ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মানিক দে, পত্রিকার সম্পাদক শাবিনুল হক, প্রকাশক নাতাশা আহমেদ এবং পত্রিকা গোষ্ঠীর অন্যান্য সদস্যরা। পত্রিকাটি থিম সং এবং একটি নাটকের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।