তিনশুকিয়া গয়া স্পেশাল ট্রেনের  বেশকিছু যাত্রিবাহি কামরা ঘুটঘুটে অন্ধকার হয়েই আজ মালদা হয়ে গয়ায় পৌছাবে। ইতিমধ্যে যাত্রিরা আতংকিত হয়ে পড়েছে বলে সূত্রের খবর। রেল মন্ত্রককে অভিযোগ  জানানো হলেও কিশানগঞ্জ পর্যন্ত অন্ধকার কামরায় আলো জ্বলেনি বলে জানা গেছে।


 বিশেষ করে শিশু ও মহিলারা আতংকিত। সেইসাথে কামরায় কোন পুলিশি নিরাপত্তা নেই বলেও অভিযোগ উঠেছে।