আজ কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান'এর বিশেষ সভা। এই সভায় টিজিটি আন্দোলন নিয়ে আরো কড়া মনোভাব দেখানোর সীদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত আগামী ৩,৪,৫, নভেম্বর বিজিটিএ শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ ধর্ণা কর্মসূচী'র ডাক দিয়েছে। ঐ ধর্ণা কর্মসূচীতে অভূতপূর্ব জমায়েত হবে বলে দাবী বিজিটিএ'র। আজকের মিটিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজিটিএ সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন, " সরকার আমাদের মত হাজার হাজার গ্র‍্যাজুয়েট টিচারদের বঞ্চনার কথা আদৌ ভাবছে না। আমরা দীর্ঘ দিন ধরে শিক্ষা মন্ত্রকের নানা দপ্তর, শিক্ষা মন্ত্রী- এমনকি মাননীয়া মুখ্যমন্ত্রী'র সাথে দেখা করে আবেদন নিবেদন করে আসছি যে আমাদের জন্য নির্ধারিত পে স্কেল আমাদের দেওয়া হোক সাথে সরকারী স্কুলগুলির মত কেরিয়ার এডভ্যান্সমেন্ট স্কিম!  কিন্তু সরকার আমাদের আবেদনে আদৌ কর্ণপাত করেনি। এমন কি এই সংক্রান্ত মামলায় মহামান্য হাইকোর্ট রীট অফ ম্যান্ডামাস জারী করে আমাদের পাওনা মিটিয়ে দিতে বললে ও তা উপেক্ষা করে একটা অর্থহীন পে কমিশন প্রকাশ করে এই সরকার। কিন্তু আমাদের দাবী তে আমরা অনড়,তার জন্য যতদুর যেতে হয় যাব। আমরা মনে করি এই পরিস্থিতিতে  আন্দোলন ই একমাত্র আমাদের দাবী পুরন করতে পারে।" তাকে ধর্না পরবর্তী কর্মসূচী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান, শুধু বলেন, "অনেক কিছুই ঘটবে, দেখতে থাকুন খবর পাবেন।"